যেসব এলাকায় গাছ বেশি সেখানে বন্যা,ঝড় তেমন ক্ষতি করতে পারেনা। গাছপালা প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে মায়ের আঁচলের মত আঁগলে রাখে। গাছের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার আচরন দিন দিন বদলে যাচ্ছে। তাই আবহাওয়ার বিরুপ আচরন থেকে রক্ষাপেতে আমাদের গাছ লাগানোর কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আশ্রয়ন প্রকল্পগুলোতে পরিবেশবান্ধব আবাসভুমি তৈরী করার যে উদ্যোগ নিয়েছেন সেটিও বাস্তবায়ন করতে গেলে গাছ লাগানোর কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাছ লাগালে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ তৈরী হবে অপর দিকে স্বাস্থ্য সম্নত্ত জীবন ধারনের সুযোগ তৈরী হবে। মঙ্গলবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্বশানবাজার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে বিভিন্ন ফলজ গাছের ২৪০ টি চারা বিতরনের সময় কথাগুলো বলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। গাছের চারা বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা লোকমান হাকিম, সহকারী কমিশনার ভুমি সানজিদা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়। এর আগে জেলা প্রশাসক পুটিমারী ইউনিয়ন পরিষদ ও সহকারী কমিশনার ভৃমি এর কার্যালয় পরিদর্শন করেন। এর আগে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে স্নার্ট এডুকেশন এ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদ্ধোধন করেন এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম, এমপি প্রতিনিধি রেজাউল ইসলাম প্রমুখ। পরে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।