উত্তরাঞ্চলের আসন্ন বন্যা মোকাবেলা ও নদী ভাঙ্গন প্রতিরোধে রংপুর জোনের পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিয়ত সজাগ থানার নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে তিস্তা নদী অববাহিকার নীলফামারীর ডালিয়াস্থ অবসর রেষ্টহাউসের সম্মেলন কক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন রংপুর জোনের আওয়াতায় চলমান বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা ও বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা এমন নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান। এ সময় তিনি বলেন, দেশের নদীগুলোর সৌন্দর্য বাড়ানো এবং বিভিন্ন এলাকায় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। যা ইতোমধ্যে কয়েকটি জেলায় তা দৃশ্যমানও হয়েছে। এছাড়া নদীর গতিপথ ঠিক রাখা, পলি অপসারণ এবং ভাঙ্গন ও ঝুঁকি অংশ রক্ষায় প্রকল্প গ্রহণেরও কাজ চলমান রয়েছে। তিনি তিস্তা ব্যরাজের মাধ্যমে আগামী বছর হতে এক লাখ ৪ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানের কথা উল্লেখ করেন।
উত্তরাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রমজান আলী প্রামানিক, অতিরিক্ত মহাপরিচালক এস.এম শহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
সভায় এ সময় উপস্থিত ছিলেন রংপুর জোনের আট জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলগণ।
সভা শেষে সচিব তিস্তা অববাহিকা সহ তিস্তা ব্যারাজ ও ফ্লাড বাইপাস নীলফামারীর চারালকাটা নদী সোজাকরণ ও বুড়ি তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেন।