নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য (মেম্বার) অহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত শনিবার রাত পৌণে এগারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ব্রহ্মত্তর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার (২ জুলাই) বাদ জোহর সৈয়দপুর উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, মরহুম অহিদুল ইসলাম ছিলেন দৈনিক করতোয়া পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র ছোট ফুপা।
তাঁর মৃত্যুতে উপজেলার  পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট), সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, জাপা নেতা জি এম কবির মিঠু, আব্দুল রউফ, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক আমিনুল হক,  মো. আমিরুজ্জামান, আবু বিন আজাদ রতন, এম আর আলম ঝন্টু, মিজানুর রহমান মিলন, জসিম উদ্দিন, রেজা মাহমুদ প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।