ভারত থেকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে দুুই দিনে ১২টি ট্র্রাক যোগে বাংলাদেশে প্রবেশ করলো ভারতীয় কাঁচা মরিচ। ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর ছুুটি শেষে গত রবিবার ও সোমবার এই দুই দিনে কাঁচা মরিচ এসেছে ১২০ টন কাঁচা মরিচ।
এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। রবিবার প্রথম দিনের প্রথম চালানে ৭টি ট্রাক যোগে ট্রাক প্রতি ১০ টন করে মোট ৭০ টন কাঁচা মরিচ ভোমরা বন্দরে প্রবেশ করে।
সোমবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও ৫টি কাঁচা মরিচ ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করে। এ নিয়ে ২ ও ৩ জুলাই দুই দিনে মোট ১২টি ট্রাক যোগে ১২০ টন কাঁচা মরিচ সাতক্ষীরার ভোমরা বন্দরে প্রবেশ করেছে।
এতে করে মূহুর্তের মধ্যে কাঁচা মরিচের দাম সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাতে এক লাফে ৬০০ টাকা থেকে ২৫০ টাকায় নেমে দাঁড়িয়েছে কাঁচা মরিচে দাম।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি নওশাদ দিলয়ার রাজু বলেন, গতকাল রবিবার থেকে সোমবার পর্যন্ত মোট ১২টি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে।কাঁচা মরিচের আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে কাঁচা মরিচের দাম ৬০০ থেকে এক লাফে ২৫০ টাকায় দাঁড়িয়েছে। দাম আরও কমে আসবে।
ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, সোমবার সকাল থেকে ৫টি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে। গতকাল খেকে এখন পর্যন্ত মোট ১২ ট্রাক কাঁচা মরিচ ভারত থেকে এ বন্দরে প্রবেশ করেছে।