আওয়ামী যুবলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে রবিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
চৌরঙ্গী মোড়স্থ আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সভাপতি প্রনবানন্দ রায় রাখাল, থানা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও অসহায়দের মাঝে আয় বদ্ধক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।