নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ উদ্যোগে ১৭৫ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে চার কেজি কোরবানি মাংস বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বাঙ্গালীপুর ও বোতলাগাড়ী ইউনিয়নে সংস্থাটির কোরবানি প্রজেক্ট – ২০২৩ বাংলাদেশ এর আওতায় ওই মাংস বিতরণ করা হয়। পৃথক দুইটি স্থানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি বাস্তবায়নে ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ।
উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার শাইল্যার মোড় এলাকায় সংস্থার ফিল্ড অফিসে বাঙ্গালীপুর ইউনিয়নের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস এর সিনিয়র কো-অর্ডিনের (সামাজিক ক্ষমতায়ন) খ. ম. রাশেদুল আরেফিন উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে কোরবানির মাংস তুলে দেন। এ সময় মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) খন্দকার আব্দুল কাদের রাজু, মুসলিম এইড টিভিইটি সেন্টারের এ্যাডমিশন/ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল, আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও ইনভায়রনমেন্ট) মো. রবিউল আলম অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সেখানে বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৭৬ টি দুস্থ পরিবারের মাঝে চার কেজি কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
এছাড়াও একই দিন (ঈদের দিন) বিকেলে সৈয়দপুর উপজেলার চার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সংস্থাটির পক্ষ থেকে ৯৯ জন দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই মাংস তুলে দেন।
এ সময় বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেকসহ সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই দিন সেখানে বোতলাগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার ৯৯ টি অসহায় গরীব ও দুস্থ মানুষের মধ্যে কোরবানি মাংস বিতরণ করা হয়।