দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৫৮ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৩৫২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনের সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন।
পৌর কর্মচারি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত বাজেট অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন।
ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে, ৫৮ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৩৫২ টাকার। অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে, ৫৮ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৩৫২ টাকার। উল্লেখ্যযোগ্য হচ্ছে, পৌর মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ৩৪ লাখ টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৩০২ টাকা, বিদ্যুৎ বিল ৯ লাখ ৬০ হাজার, কঞ্জারভেন্সি মজুরি ৩৯ লাখ টাকা, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ও সংস্কার বাবদ ১ কোটি টাকা, বাস টার্মিনাল নির্মাণ ২০ লাখ, অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ ২ কোটি টাকা, স্টেডিয়াম নির্মাণ ১ কোটি টাকা, পৌরভবন নির্মাণ ৫০ লাখ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন ব্যয় ২ কোটি টাকা প্রভৃতি। এ ছাড়া মেধাবী ও গরিব শিক্ষার্থীদের অনুদান, গুণীজন সম্মাননা, খেলাধুলা ও সংস্কৃতি খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
ঘোষিত বাজেট অধিবেশনে পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন ছাড়াও প্যানেল মেয়র-১ মামুনুর রশিদ চৌধুরী, প্যানেল মেয়র-২ হারান দত্ত, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ পৌরসভার ৯ ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ আমন্ত্রিত ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহসভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. মোকাররম হোসেন, সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, দৈনিক দেশ মা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরের আগুনে পুড়ে ছাই তুলার গুদাম
দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলার কারখানা। এতে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান কারখানা মালিকের মোঃ মনজের আলী। মঙ্গলবার ৭ জানুয়ারী…