নীলফামারীতে মানব কল্যাণ পরিষদ কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আয়োজনে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠন সিএসও’র প্রতিনিধিদের মধ্যে ত্রৈমাসিক সংলাপ ২১ জুন ২০২৩ ইং বনফুল মোড়, ডেমোক্রেসি ওয়াচ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপে নীলফামারী জেলার যুবউন্নয়ন অধিদপ্তরের উপ পিরিচালক জনাব দিলগীর আলম প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেখ মো: মশিউর রহমানের সভাপতিত্ত্বে ডোমার ও জলঢাকা উপজেলার ইউনিয়ন ও গ্রাম সিএসও’র ত্রিশ জন প্রতিনিধি উক্ত সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।