নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ২য় রাউন্ডের খেলায় জলঢাকা পৌরসভা জয়লাভ করেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় তারা কৈমারী ইউনিয়নকে ১–০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, কৈমারীর চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ও শৌলমারীর চেয়ারম্যান নুরুজ্জামান। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন দল অংশগ্রহণ করছে।