আসছে ঝড়,বইছে বাতাস, দুই তান্ডব একাকার হয়ে লন্ড ভন্ড করে দিয়েছে বাইশ পুকুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ সহ দু’টি পাঠ দানের শ্রেণী কক্ষের টিন সিট। যার ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় উত্তর পশ্চিম দিক থেকে আসা ঝড় হাওয়ায় উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন বাইশ পুকুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অপূরনীয় ক্ষতি সাধন হওয়ায় চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ আলী বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঠ দানের কোন পরিবেশ নাই। দ্রুত এর সংস্কার করা জরুরী। আশা করি এর জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে কমলমতি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিবে। এ ব্যাপারে ইউপি সদস্য রবিউল ইসলাম শিমুল, সমাজ সেবক, আঃ ছাত্তার, আইয়ুব আলী, ইতি রাণী সেন, ফরিদা আক্তার বলেন, শিক্ষকেরা বিল না হওয়ায় দীর্ঘদিন যাবত মানবেতর জীবনযাপন করছে তার ওপর প্রতিষ্ঠানটি ঝড় বাতাসে লণ্ডভন্ড হয়ে গেছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। আশা করি প্রতিষ্ঠানটির প্রতি সবাই একটু নজর দিবেন। এ সময় বিদ্যালয় সভাপতি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার বলেন, ঝড় বাতাসের উপর তো কারো হাত নেই, এটি আল্লাহ প্রদত্ত। দেশও জাতীর স্বার্থে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন, একটি দরখাস্ত লিখার কথা বলেছি। আশা করি প্রতিষ্ঠানটি দ্রুত সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষ সদায় দৃষ্টিগোচর করবেন।