১৯৭১ সালের এইদিনে সৈয়দপুর শহরে আটকেপড়া মাড়োয়াড়ি ও হিন্দু সম্প্রদায়ের পরিবারদেরকে ভারতে পৌছে দেয়ার নাম করে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনে একটি ট্রেনে জড়ো করা হয়। এই ট্রেনটিকে গোলাহাট এলাকার রেলওয়ে কারখানার উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় থামিয়ে একে-একে এসব পরিবারকে হত্যা করা হয়। এই নৃ-শস হত্যাকান্ড পরিচালনাকারী পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর অ-বাঙালিরা এ ঘটনাকে নাম দিয়েছিল অপারেশন খরচাখাতা।
এই বর্বর হত্যাকান্ডে ৪৩৭ জন নারী-পুরুষ ও শিশু প্রান দেয়। ট্রেন যাত্রার পুর্বে সৈয়দপুর রেল ষ্টেশনে ৩৭ জন সুন্দর যুবতী মেয়েদেরকে বর্বর খান সেনারা সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়ে যায়, তাদের আজ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায় নাই। সেদিন এদেরমধ্যে ঘটনা টের পেয়ে ৬৫জন ট্রেন থেকে পালিয়ে প্রানে রক্ষা পায়। এদের মধ্যে কয়েকজন বেঁচে আছেন। আমরা সৈয়দপুরবাসী যাদের এ আত্মদান তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনে স্থানীয় শহীদ পরিবারের সংগঠন প্রজন্ম’৭১, বীর-মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে।