আসন্ন ১৭ ই জুলাই ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১২ জুলাই সন্ধ্যায় একতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ সেবক আব্দুস ছামাদ এর সভাপ্রধানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ।
এতে আরো বক্তব্য রাখেন টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, টেপাখড়িবাড়ি যুগ আহবায়ক আ: গাফফার, ছাত্রলীগ সভাপতি হেলাল খা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, একতা বাজার জামে মসজিদ এর মুফতি আ: কাদের প্রমূখ।
সভায় বক্তাগণ কে নৌকা পেল এটা বড় কথা নয় পূর্ব খড়িবাড়ির সকল স্তরের মানুষ অস্তিত্বের স্বার্থে প্রত্যেকে মযনুল সেজে ভোট যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে এ শপথ গ্রহন করেন।
এসময় প্রধান অতিথি বলেন, উন্নয়নের সার্থে টেপাখড়িবাড়ী ইউনিয়ন রাস্তা ঘাট, ধর্মীয় উপাসনালয়ে সহযোগিতা এ ধারা অব্যহত রাখার ব্যাপারে ময়নুলের বিকল্প নেই।আপনাদের দুঃসময়ে যেভাবে ময়নুল হক ভাই পাশে ছিলেন আশা করি আপনারাও তার পাশে থেকে তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনবেন।
এসময় চেয়ারম্যান ময়নুল হক বলেন, আমার বিরুদ্ধে সূক্ষ্ম কারচুপি করে, আমার নাম ১ নম্বরে না দিয়ে ৩ নম্বরে লিখে পাঠিয়ে দিয়ে দলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করা হয়েছে। এর জবাব আপনাদেরকে দিতে হবে ভোটের মাধ্যমে। এ ব্যাপারে তিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু সম্পর্কে বলেন, আমাকে নৌকা না দেয়া,টেপাখড়িবাড়ি এই পারের মানুষের দু:খ দুর্দশার জন্য দায়ী একমাত্র আনায়ারুল হক সরকার মিন্টু ভাই। তিনি রফিক কে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের কাছে পা ধরিয়ে এ সর্বনাশ করেছে। অতপর, তিনি বিগত বছর গুলোতে ইউনিয়ন পরিষদের অভ্যন্তরীণ সমগ্র ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাট, পুল কালভার্ট, ছোলার বিতরণ সহ নানামু়খী উন্নয়নের দিক তুলে ধরে বলেন, এখন আপনারা সিদ্ধান্ত নেন আমি দাঁড়াব কিনা। এ সময় উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তারা তাদের অবস্থান পরিস্কার করে সমর্থন প্রদান করেন।