সৈয়দপুর থানা পুলিশের পৃথক অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল ও দুধেল গাভী গরু উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির সাথে সরাসরি  জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার  পুলিশ। বৃহস্পতিবার (১জুন) দুপুরে সৈয়দপুর থানায় প্রেস ব্রিফিংয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম ওই তথ্য জানান। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জের কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ৩০ মে (বুধবার) সকালে সৈয়দপুরের উপকন্ঠ বাঙ্গালীপুর ইউনিয়নের সাইল্যার মোড় এলাকায় বেসরকারি সংস্থা মুসলিম এইড কার্যালয়ের সামনে থেকে সংস্থার এক কর্মচারির মোটরসাইকেল চুরি যায়। পরে ওই ব্যক্তি থানায় একটি অভিযোগ দেন। তার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে তার (অতিরিক্ত পুলিশ সুপার) নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ওই রাতেই অভিযান পরিচালনা করেন। তারা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষনসহ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের কাজিপাড়া এলাকার টোল্লার নোড় থেকে মোটরসাইকেল চোর নূর আলম ওরফে ছোটবাবু ওরফে মামুন(২৮) ও রায়হানুল ইসলাম রায়হান (২৯) নামের দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে শহরের মিস্ত্রিপাড়া এলাকা থেকে চুরি হওয়া ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এর আগে গত ২০ মে রাতে শহরের সাহেবপাড়া এলাকার উর্দুভাষী ক্যাম্পের জাহিদ হোসেনের বাড়ি থেকে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের একটি বিদেশি জাতের দুধেল গাভী চুরি যায়। চুরির অভিযোগে একইভাবে সিসি ফুটেজ বিশ্লেষন করে সোর্স নিয়োগ করা হয়। পরে ওই সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৩১মে) গভীররাতে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ার একটি বাড়ি থেকে চোরাই গাভীটি উদ্ধার করা হয়। এসময় ওই চুরির সাথে জড়িত থাকায় ওই এলাকার বাসিন্দা কুখ্যাত গরু চোর খাদিমুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম জানান, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হক,  উপ পরিদর্শক আহমদউল্লাহ, আহসান হাবিব প্রমুখ। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।