“নেশা ছেড়ে কলম ধরি,মাদক মুক্ত সমাজ গড়ি” শ্লোগানে নীলফামারীর ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেন নীলফামারী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী উপস্তিত থেকে বক্তব্য দেন। এছাড়াও সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জামিনুর রহমান, ফার্মহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সমন্বিত কর্মপরিকল্পনা(CAP) অনুযায়ী মাদকের ক্ষতিকর প্রভাব অপব্যবহার রোধ এবং মাদক নির্মূলের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবকদের সচেতন থাকতে বলেন।