অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, সরকার সারাদেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নগুলি বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। বঙ্গবন্ধু কন্যার দেশপ্রেমই তাঁকে সাফল্যের স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ এখন অনেক কিছুতে বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত। গতকাল ২৮ মে রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী পূর্বক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমার সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির সফর উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ২ শতাধিক মোটরসাইকেল বহর শোডাউন করে প্রধান অতিথিকে অর্ভথনা জানান।