নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতা রামনগর  ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে ইউনিয়নের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

গত ২১ মে রবিবার হতে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা চলমান রয়েছে। 

উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রামনগর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জোবায়দুল হক, ইউনিয়ন পরিষদ সদস্য / সদস্যা সহ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান, প্রকল্পের মনিটরিং অফিসার রাসেল ইসলাম, উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্ ও প্রকল্পের ফিল্ড অফিসার তুষ্টি মূরং সহ এলাকায় শিক্ষক এবং গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান বলেন বাল্য বিবাহে অনেক কুফল রয়েছে এজন্য আমাদের ইউনিয়নে কোন বাল্য বিবাহ হবেনা এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমি চেয়ারম্যান হিসেবে সকলকে বাল্য বিবাহ বন্ধে সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। 

উল্লেখ জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশনের  অর্থায়নে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সরকারের কাজকে সহায়তা করে আসছে।