নীলফামারীর সৈয়দপুরে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মে) “তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোতদারকরণ” প্রকল্পের আওতায় ওই এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) আয়োজনে শহরের পার্বতীপুর সড়কস্থ গণসাহায্য সংস্থার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থেকে প্রকাশিত দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন মো. আমিনুল হক।
বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সাথীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান।
এতে রিইব সৈয়দপুর এর তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপ সৈয়দপুর এর মডারেটর সোহাগ রানা দিপু ধারণা পত্র পাঠ করেন। আর এ তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপ, সৈয়দপুর এর সভাপতি মো. শফিকুল আলম ও মডারেটর রুহুল আলম তথ্য অধিকার আইন (আরটিআই) চর্চার অভিজ্ঞতার ভিত্তিতে এক্সপার্ট বক্তৃতা করেন ।
সভায় উন্মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন ম. আ. শামীম, এ্যাডভোকেট মোস্তাক হোসেন, ডা. মো. মতিয়ার রহমান,ওবায়দুর রহমান, শহিদুর রহমান প্রমুখ।
উক্ত এ্যাডভোকেসি সভায় শিক্ষক, ছাত্র, সুধীজন, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৩৫ জন অংশ নেন।