নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা “ডন বাংলাদেশ” এর নির্বাহী পরিচালক রেজাউল করিম সাজু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত রোববার (২১ মে) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ,শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার (২২ মে) বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট খিয়ারপাড়ায় প্রথম এবং শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর পৃথক পৃথক জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য,মরহুম রেজাউল করিম সাজু ছিলেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল সোলজার্স’র প্রতিষ্ঠাতা ফাহিম হিমেল এর বাবা।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. শাহ্ আমির আলী,নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটন,সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বাবু পাইলট, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী,প্রধান শিক্ষক এম এ মজিদ বাচ্চু, সৈয়দপুর পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন ও বেলাল আহমেদ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার নেতা রুহুল আলম মাস্টার, সিপিবি নেতা দেলোয়ার হোসেন জাবিস্কো,আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার কোষাধ্যক্ষ শরীফ হোসেন মৃধা, আমেরিকা প্রবাসী মনিরুল ইসলাম রিপন, শিক্ষক জয়দেব কুমার জয়, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আলী প্রভাত প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।