দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভুমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক।
সহকারি কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিম সরকার, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দিন গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন।