ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে প্রায় এক দশক দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন হয় না। শুধু মাত্র আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টেই দুই দেশের খেলা দেখতে পারে সমর্থকরা। আসন্ন এশিয়া কাপ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব তা এক প্রকার নিশ্চিত। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নির্ধারিত হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সময়সূচি। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষিত হয়নি। গতকালকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের পর কোন আটটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। 

বিশ্বকাপের চূড়ান্ত সূচি আইপিএলের পর প্রকাশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী ৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।ক্রিকবাজের খবর অনুযায়ী ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।আয়োজক ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে পারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং সম্ভবত সেই ম্যাচটি অনিুষ্ঠিত হবে চেন্নাইয়ে। অপরদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ খেলতে ভারতে আসতে সম্মত হয়েছে এবং ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে না ভারতের বিরুদ্ধে ব্লকবাস্টার ম্যাচটি আমদাবাদে আয়োজিত হোক। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছুই ঘোষণা আসেনি। আইপিএলের পরই বিশ্বকাপের সূচি প্রকাশ করবে আইসিসি এমনটাই জানা গিয়েছে।