জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীতে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করছে ভিলেজ কেয়ার গ্রুপ।
এছাড়াও বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে।
সোমবার জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া স্কুল এ্যান্ড কলেজে কর্মসুচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কর্মসুচির উদ্বোধন করেন প্রতিষ্ঠান প্রধান ধীমান রায়। এ সময় ভিলেজ কেয়ার গ্রুপের সভাপতি অধীর চন্দ্র রায় ও ভিলেজ কেয়ার লাইব্রেরীর সভাপতি আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
ভিলেজ কেয়ার লাইব্রেরীর সভাপতি আমজাদ হোসেন বলেন, ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানে চারা রোপণও করা হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের জাতীয় শোক দিবসে আমরা পুরস্কার বিতরণ করা হবে।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…