নীলফামারীর ডিমলায় বাদাম বিক্রি করে সংসার চালানো শিশু লামের পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। বাদাম বিক্রিতে চলে শিশু লামের পরিবার” শিরোনামে স্থানীয় পত্র পত্রিকা ও সামাজিক যোগাযােগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।
তা দেখেইে ডিমলা ইউএনও লামের পরিবারের সাথে যোগাযোগ করে তার অফিস কক্ষে লাম ও তার বাবাকে ডেকে এনে লামের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেন এবং নগদ কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।
লাম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা গ্রামের সহিদার রহমানের ছেলে ও নাউতারা এম.ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। কিছুটা বুঝতে শেখার পর সংসারে দুঃখ লাঘব করার জন্য সে স্কুল ব্যাগ ছেড়ে হাতে তুলে নিয়েছে বাদামের ডালি।
লামের বাবা সহিদার রহমান বলেন, লামের বয়স যখন ৭ মাস ঠিক তখনই তার মা লাইজু আক্তার মৃত্যুবরণ করেন। অনেক কষ্টে লামের বাদাম বেচা টাকা দিয়েই এক আধবেলা খেয়ে না খেয়ে আমাদের সংসার চলছে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর পরই আমি লামের বাবার সাথে যোগাযোগ করি এবং লামের অসহায়ত্বের কথা চিন্তা করে লামকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে লামের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি।
ডিমলায় রাতের আধারে জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা
নীলফামারীর ডিমলায় রাতের আধারে এক স্কুল শিক্ষিকার জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখল করে সেখানে তাৎক্ষনিক খড়ের ঝুপড়ি নির্মাণ ও কিছু সুপাড়ি ও কলা গাছ রোপন করে দখলদাররা। ঘটনাটি ঘটেছে…