নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে।আজ মঙ্গলবার সকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্টিত উদ্বোধনী বালক দলের খেলায় সংগলশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে খলিশাপচা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় ট্রাইবেকারে তরনীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে সূর্বনখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা জেসমিন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: গোলাম সবুর পিপিএম-সেবা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী ও নুরুজ্জামান প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৩২টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে এবং আগামী ৩১ জুলাই ফাইনাল খেলা অনুষ্টিত বলে জানান আয়োজকরা।
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো প্রতিযোগীতা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সেপাক-টাকরো (ফুট ভলিবল) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় সেপাক টাকরো বাংলাদেশে…