রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলার ১৭টি কৃষক গ্রুপের পাঁচশত দশ জন কৃষকের মাঝে তিন হাজার ৬০টি চারা গাছ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবিবার বিকেলে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় চত্বরে প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস.এম. আবু বকর সাইফুল ইসলাম।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রত্যেক কৃষককে ছয়টি করে চারা গাছ বিতরণ করা হয়েছে। এর মধ্যে একটি করে নিম, আম, পেয়ারা, লিচু ও দুইটি করে মাল্টা চারা রয়েছে।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…