ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অব্যাহত রেখেছে নীলফামারীর সিভিল সার্জন অফিস। প্রচারণার অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্তর থেকে একটি র্যালী বের হয়।
র্যালী থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য বার্তা সচেতনতা মূলক হ্যান্ড বিল বিতরন করা হয়।
র্যালীটির নের্তৃত্ব দেন সিভিল সার্জন ডা: হাসিবুর রহমান। এর আগে সকালে সিভিল সার্জন অফিসের সন্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন, ডাবলু এইচও এর এসআইএমও ডা: মাহবুবুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের প্রমূখ।