দিনাজপুরে বিএনপির পদযাত্রায় সৈয়দপুরের গাড়িবহরে হামলা

 দিনাজপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রায় আসা নেতাকর্মীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

বুধবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটে।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। এ সময় উভয় দলের নেতা কর্মীরাও বাঁশ-কাঠ ও লোহার রড নিয়ে পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে থাকেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে সৈয়দপুর থেকে ব্যানার–ফেস্টুন সংবলিত ১০টি বাস দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় আসার পথে বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা হাত উঁচিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের গাড়িতে ইটপাটকেল ছোড়েন। পরে গাড়ি থেকে বিএনপির নেতাকর্মীরা নামলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনা নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানা-পুলিশের দুটি দল বাঁশেরহাট এলাকায় অবস্থান নেয়।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, গাড়িতে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা অশ্লীল গালিগালাজ করে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। তাদের থামিয়ে বুঝিয়ে বলা হয়েছে। কিন্তু পরে তারা চড়াও হয়েছে ছাত্রদের ওপরে। কয়েকজন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে।  

সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ময়নুল চৌধুরী জানান, বেলা দেড়টার দিকে আমাদের গাড়িবহর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় পৌঁছালে ওই ভার্সিটির ছাত্রলীগের প্রায় ২০০ থেকে ২৫০ জন সদস্য অতর্কিত হামলা চালায়। তাদের অধিকাংশ নেতা–কর্মীরা মাথায় হেলমেট এবং হাতে ধারালো অস্ত্র ছিল। ইটপাটকেল ছুড়ে গাড়িগুলো ভাঙচুর করে। তাদের এলোপাতাড়ি আক্রমণে প্রায় ২৫ জনের মতো আহত হয়েছে।  

সংঘর্ষে আহত সৈয়দপুর রাজনৈতিক জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আসিফ ইকবাল বলেন, ছাত্রলীগের অতর্কিত হামলায় আমার দুই পায়ে আঘাত পেয়েছি। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। আরও আহত হয়েছেন সৈয়দপুর স্বেচ্ছাসেবক দলের ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল হোসেন। তিনি হাতে ও মাথায় আঘাত পেয়েছেন।  

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ওই সড়ক দিয়ে নীলফামারী, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় ৬০টির মতো বাস ও মাইক্রোবাসে নেতাকর্মীরা আসছিল। শেষের দিকে প্রায় ৮/৯টি গাড়িতে হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্যাডাররা এ হামলা চালায়। তবে কতজন আহত হয়েছেন তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।  

বিএনপি ডোমারের নেতা মোজাফফর আলী জানান, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের অতর্কিত হামলায় ডোমার পৌর বিএনপির মনছুর আলী, ডোমার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাসানুর আলম রিমন এবং তিনিসহ আরও অনেকে আহত হয়েছেন বলে জানান।

  • Related Posts

    চিরিরবন্দরে ধর্ষণ মামলার আসামী কালুর আদালতে আত্নসমর্পণ

    কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে মা-মেয়ে ও ছেলেকে ঘরের মধ্যে প্রেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামী উপেন চন্দ্র পাল…

    Continue reading
    চিরিরবন্দরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

    কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি