জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের সনদ ও পুরষ্কার প্রদান করা হয়েছে।গতকাল মঙ্গলবার(১৮ জুলাই) দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে রাবেয়া বালিকা বিদ্যানিকেতন হলরুমে তাদের হাতে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম। এসময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল ভৌমিক শ্রেষ্ঠত্ব অর্জনের অনুভুতি প্রকাশ করেন। এসময় তিনি বলেন জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে এ জেলার সুনাম অর্জন করার চেষ্টা করেছি।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…