নীলফামারীর সৈয়দপুরে সরকারের পদত্যাগসহ র্নিদলীয় নিরপক্ষ সরকার প্রতিষ্ঠা এক দফা দাবীতে নীলফামারীর সৈয়দপুরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টায় শহরের বঙ্গবন্ধু সড়কে বাংলা হাই স্কুল মাঠ চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাঃ জিকরুল হক রোডের রাজনৈতিক জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রংপুর বিএনপি বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, শওকত হায়াৎ শাহ্, জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন, এম এ পারভেজ লিটন, কাজী মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তারা অবিলম্বে র্নিদলীয় নিরপক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারকে বিদায় নিতে হবে। মামলা হামলা দিয়ে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না। যে কোন সিন্ধান্তে বিএনপি প্রস্তুত আছে।
সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ…