দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আজ সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বাছুর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, বেতদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়ন পরিষদ ইউনিয়ন চেয়ারম্যান মো. মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম। এছাড়াও উপজেলার সুফলভোগীদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী নারী মুন্নী মুর্মু, সুফলভোগী রুবি হাঁসদা প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৩ জন সুফলভোগীর মাঝে একটি করে ৮৩ টি ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে। এই ষাঁড় বাছুর লালন-পালনের মাধ্যমে সুফলভোগিরা তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটবেন।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আর্থ সামাজিক উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন। গৃহহীনদের গৃহ প্রদান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, বীজ বিতরণসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রী শিক্ষার্থীদেরকে শিক্ষিত করতে উপবৃত্তিসহ বাইসাইকেল প্রদানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। দেশের কাউকে পিছনে ফেলে রেখে নয়, সকলকে একই সাথে সমানভাবে এগিয়ে নিতে কাজ করছেন শেখ হাসিনার সরকার।
এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…