নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ি ও কাঞ্চনপাড়ায় এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের মাঝে বৃহস্পতিবার বিকেলে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, গত বুধবার রাত আড়াইটায় আব্দুল বাতেনের ঘরের বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে আব্দুল বাতেনের ২টি ঘর পুড়ে যায় এবং ২টি গরু ও ১টি ছাগল অগ্নিদগ্ধ হয়। এদিকে সোমবার রাতে এক অগ্নিকান্ডে ওই ইউনিয়নের সাবিনা বেওয়ার ২টি ঘর পুড়ে যায় ও ২টি গরু অগ্নিদগ্ধ হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে অর্থ সহায়তাসহ শুকনো খাবার ও কম্বল প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোতাহার হোসেন, প্রচার সম্পাদক আবুল হায়াত লাকুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ বলেন, নিজেদেরকে আরো সর্তক হতে হবে। এ ধরনের অগ্নিকান্ডের ঘটনার পুণরায় যেন না ঘটে।