সুইডেনে পবিত্র কোরআন শরীফ অবমাননা ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার(৭ জুলাই) জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। বক্তারা জাতিসংঘের কাছে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারীর দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানিয়ে, দেশবাসিকে সুইডেনের সকল পণ্য বর্জন করার অনুরোধ জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন, নীলফামারী কেন্দ্রিয় বড় মসজিদের পেশ ঈমাম খন্দকার আশরাফুল হক নুরী। বক্তৃতা করেন, কোর্ট মসজিদের ঈমাম মুফতি মো. একরামুল হক, বড়বাজার মসজিদের ঈমাম মুফতি মো. হাবিবুল্লাহ, শাখামাছা মসজিদের ঈমাম মো. রফিকুল ইসলাম, উকিলের মোর জামে মসজিদের ঈমাম মো. নাজমুল হুদা, আয়শা সিদ্দিকা রা. মহিলা মাদ্রাসা মসজিদের পরিচালক মওলানা সগির আলম প্রমুখ।
উল্লেখ যে, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে পরে অবশ্য পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানায় সুইডেন সরকার। এ ঘটনার পর ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…