কক্সবাজার সদরের খুরুশকুলে গরিব অসহায় দুস্থদের মাঝে ২০০০ পিস শাড়ি বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের আয়োজনে মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে এসব শাড়ি বিতরণ করা হয়। শাড়ি পেয়ে অসহায় মানুষগুলো আনন্দ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের জন্য দোয়া করা হয়।
খুরুশকুল উচ্চ বিদ্যালয় মাঠে শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সিদ্দিকী, কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক তোফায়েল আহমদ। এসময় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপকারভোগী অসহায় মহিলারা বলেন, ‘করোনার সংকট সময়েও বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে ছিল। সেসময় আমরা চাল, ডাল, তেল, আলু, পেয়াজসহ অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। অভাবের সময় এসব সাহায্য আমাদের অনেক উপকারে এসেছে। সবসময় আমাদের সাহায্য করার জন্য আমরা নামাজ পড়ে বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের জন্য দোয়া করি।’
খুরুশকুল মনোপাড়ার ছেমন নাহার বেগম বলেন, ‘দাম বেশি হওয়ায় এবার ঈদে কাপড় চোপড় কিনতে পারিনি। ভেবেছিলাম নতুন কাপড় পরে ঈদ করা সম্ভব হবে না। কিন্তু বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শাড়ি পেয়ে খুবই ভালো লাগছে। বসুন্ধরা গ্রুপের জন্য সব সময় দোয়া করবো।’
শাড়ি পেয়ে খুরুশকুল ৯ নম্বর ওয়ার্ড সাম্পান ঘাটের বৃদ্ধা জ্যোতি রাণী দে বলেন, ‘ধর্ম, জাতি নির্বিশেষে বসুন্ধরা গ্রুপ যে সাহায্য সহযোগিতা করেন সেজন্য তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাই। তারা যেন সবসময় আমাদের পাশে থাকতে পারে তাই স্রষ্টার নিকট তাদের জন্য আর্শীবাদ করি।’
৬০ বছরের ছেনুয়ারা বেগম বলেন, ‘আগেও বসুন্ধরা গ্রুপ আমাদের মতো গরিব মানুষের কথা চিন্তা করে খাদ্য সামগ্রী দিয়েছিল, এবারের ঈদে নতুন শাড়ি দিয়েছে। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের মালিককে সব সময় সুস্থ ও ভালো রাখেন।’
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন, ‘বসুন্ধরা গ্রুপ এর আগেও আমার উপজেলার গরিব, অসহায় দুস্থদের চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। এবার ঈদেও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দুঃসময়ে অন্যরা যা করেনি সেখানে অসহায়-দুস্থ মানুষদের খুঁজে বের করে শাড়ি বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ। এটি অত্যন্ত মহৎ কাজ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই গ্রুপকে ধন্যবাদ জানাই। এবং আমার উপজেলার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা থাকবে।’
খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান সিদ্দিকী বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান যেভাবে অসহায় দুস্থ মানুষের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, এতে প্রমাণ করে তারা মহৎ। প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপ আমার ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছে। সেজন্য ইউনিয়নের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানাই। তাদের এমন মহৎ কর্মকাণ্ড সবার মাঝে অনুকরণীয় হয়ে থাকবে।’
প্রসঙ্গত, এর আগেও শাহপরীর দ্বীপের মোখায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২০০ পরিবারকে ৬০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন স্থানে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তা বিতরণ করে আসছে বসুন্ধরা গ্রুপ। উপকারভোগীরা বসুন্ধরা গ্রুপ ও আহমেদ আকবর সোবহানের জন্য দোয়া করেছেন।
আজ চট্টগ্রাম থেকে প্রথম ট্রেন যাচ্ছে কক্সবাজার
কর্ণফুলী নদীর উপর সেই শতবর্ষী, ঐতিহ্যবাহী পুরাতন কালুরঘাট সেতুটির অধিকাংশ সংস্কারের পর তার উপর দিয়ে রেলইঞ্জিন চালিয়ে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে গতকাল শনিবার। বুয়েটের বিশেষজ্ঞ টিমের সহায়তার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয়…