পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌর শহরস্থ বিজয় চত্ত¡রে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি এবং সংশ্লিষ্ট ইস্যুতে বিশ্বব্যাপী সর্বস্তরের মুসলিম জনতা, দেবীগঞ্জ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল সহ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ওয়াশিষ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন দেবীগঞ্জ তাবলীগী জামায়াতের আমীর ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলার সভাপতি আবুল বাশার বসুনিয়া।
বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন।
তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
উল্লেখ, উক্ত কর্মসূচির সমর্থনে দেবীগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী বৃন্দ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।