নীলফামারীর জলঢাকায় বর্ষা বেগম (২২) গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে উপজেলার গোলনা ইউনিয়নের ১নং ওয়ার্ড নদীর পাড় গ্ৰামের তমিজ উদ্দিনের ছেলে জাহানুর আলমের বাড়ি থেকে বর্ষার বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর বাড়ি থেকে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা সদরের মর্গে প্রেরণ করেন।
বর্ষা বেগম পার্শ্ববর্তী ডিমলা উপজেলার খাগাখড়িবাড়ী গ্ৰামের বেলাল হোসেনের একমাত্র মেয়ে। গত ৫ বছর পূর্বে পারিবারিক আলোচনায় বিয়ে হয়েছে। সংসার জীবনে বর্ষা বেগম আড়াই বছরের এক ছেলের মা। বর্ষার বাবা বেলাল হোসেন জানান, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বর্ষার বেগমের বাবা বেলাল হোসেন বাদী হয়ে জলঢাকা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১০, তারিখ -০৬-০৪-২৫।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান,মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।