নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল সকাল ১১ টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোঃ শিহাব ইসলাম সভাপতি সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহীন আক্তার শাহীন, সাধারণ সম্পাদক জেলা বিএনপি সৈয়দপুর। বিশেষ অতিথি হিসেবে সৈয়দপুর জেলা বিএনপির উপস্থিত ছিলেন যথাক্রমে মোঃ এরশাদ হোসেন পাপ্পু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এম এ পারভেজ লিটন, সাংগঠনিক সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম জনি, সহ-সভাপতি, শওকত হায়াত শাহ, সদস্য জেলা বিএনপি সৈয়দপুর। প্রায় একযুগ পর এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পরেন। একে অপরের সাথে কুশল বিনিময় ও স্মৃতি চারণ করেন। তারা বলেন সৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা দ্রততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের দাবী করছি।
সাবেক ছাত্রদল নেতার মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু সাবেক সাধারণ সম্পাদক, এম নাইম সরকার, সাবেক ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ মোশারফ হোসেন সাবেক ছাত্রনেতা, হোসেন মোহাম্মদ আরমান, সভাপতি, সৈয়দপুর জেলা ছাত্রদল। মোঃ দিনার সরকার সাধারণ সম্পাদক জেলা কৃষক দল, মোঃ আরমান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর, মোঃ মমিনুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক সৈয়দপুর জেলা ছাত্রদল
এছাড়াাও সৈয়দপুর সরকারি কলেজের সদ্য সাবেক আহবায়ক সজল বসুনিয়া ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও সদস্য সচিব আব্দুল কবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোস্তাফিজুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদল।