২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলাপ্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ২৬শে মার্চ প্রত্যুষে দিনাজপুর গোর-এ শহিদ ময়দানে (বড়ো মাঠ) একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।
২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে দিনাজপুর জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর স্মৃতিসৌধে, চেহেলগাজী স্মৃতিসৌধে ও মহারাজা গিরিজানাথ হাই স্কুল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ৯ টায় দিনাজপুর গোর-এ শহিদ ময়দানে জেলাপ্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, বিএনসিসি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ১১ টা ৩০ মিনিটে জেলাপ্রশাসন ও দিনাজপুর পৌরসভার অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষ্যে বিকাল ৩ টা ৩০ মিনিটে দিনাজপুরের বাংলাদেশ শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ইফতার মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হবে।
২৬শে মার্চ সুবিধাজনক সময়ে জেলার সকল হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে দিনাজপুর শিশু একাডেমির উদ্যোগে নির্ধারিত সময়ে শিশু একাডেমিতে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়া জেলার সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে।