শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সৈয়দপুরে আগুনে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

প্রতিবেদক
সৈয়দপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ আগুনে দুইটি পরিবারের সর্র্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত দুইটায় উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া (কবিরাজপাড়া) সিরাজুল ইসলাম ও সাদিকুল ইসলামের বাড়িতে ওই অগ্নিকান্ডটি সংঘটিত হয়েছে। আগুনের পরিবার দুইটি ১৪টি সেমিপাকা টিনের ঘর, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, ধান-চাল, হাঁস-মুরগী, জমিজমার প্রয়োজনীয় দলিলপত্রসহ ঘরের মধ্যে থাকা সব কিছু ভস্মীভূত হয়। এ আগুনের ক্ষয়ক্ষতির প্রায় ১৫/২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বর্তমানে পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে পাঁচ নম্বর ওয়ার্ডের লক্ষণপুর চড়কপাড়া (কবিরাজপাড়া) মো. সিরাজুল ইসলামের বাড়ির ঘর থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়। পরে তা সিরাজুল ইসলামের পাশে থাকা তাঁর ছোট ভাই সাদিকুল ইসলামের বাড়িতেও দ্রæতগতিতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই আগুনের লেলিহান শিখায় উল্লিখিত দুইটি পরিবারের বাড়ির ১৪ টি সেমিপাকা টিনের ঘর এবং ঘরের মধ্যে থাকা, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, ধান-চাল, হাঁস-মুরগীসহ সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে পরিবার দুইটি ১৫/২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কারণ সংঘটিত আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শুধুমাত্র পরনের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেননি। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যূতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়।

সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. আনিসুর রহমান জানান, আকস্মিক ওই আগুনে ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম ও সাদিকুল ইসলাম সহোদর। আগুনে ওই পরিবার দুইটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। আগুনের বিষয়টি সৈয়দপুর উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে কোন রকম সাহায্য-সহযোগিতা পাননি।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত
পেঁয়াজের দামের ঝাঁজ কমবে দ্রুতই

পেঁয়াজের দামের ঝাঁজ কমবে দ্রুতই

রংপুরে খাদ্য ব্যবস্থা রূপান্তরে পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠিত 

বিএনপি-জামায়াতের নির্বাচন বন্ধ করার সাহস নেই: প্রধানমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম — বেরোবি উপাচার্য 

জেলার সকল সরকারি ওয়েব সাইট কার্যকর ও তথ্য হালনাগাদ করতে দ্রুত ব্যবস্থা হবে- নীলফামারী ডিসি

নীলফামারীতে তিনদিন ব্যপি জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে

বঙ্গবন্ধুর ত্যাগই আওয়ামী লীগের ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রেরণা যোগায়-সাবেক পররাষ্ট্রমন্ত্রী

আগামি নির্বাচনে রংপুর বিভাগের সব আসন শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে

প্রাথমিক শিক্ষায় বেড়েছে বিদ্যালয় ও শিক্ষার্থীর সংখ্যা, কমেছে ঝরে পড়ার হার

প্রাথমিক শিক্ষায় বেড়েছে বিদ্যালয় ও শিক্ষার্থীর সংখ্যা, কমেছে ঝরে পড়ার হার

জলঢাকায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত