ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাজারে গিয়ে দেখা যায় আলুর দাম নেই, আলু নিয়ে বিপদে পড়েছে সাধারণ কৃষক। ৮০ টাকা দরে বিজ কিনে আলু লাগার পর সেই আলু বিক্রি করতে গেলে দাম বলে সাত টাকা কেজি। এদিকে কোলেস্টরে জায়গা নেই ভাড়াও বেশি চাচ্ছে কোলেস্টেরলের মালিক গন। এই আলু নিয়ে সাধারণ কৃষক মহা বিপদে পড়েছে।
নিজ ভোগডাবুড়ি গ্রামের হাসিমুল ইসলাম জানান- আলু করে যে বিপদে পড়েছি এটা বুঝতে পারেনি আগে, আলু বীজ বপন করার পর বুঝতে পারলাম যে আর পুঁজি ফেরত পাবো না। আলু নিয়ে কি হবে তা বলা যাচ্ছে না কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এই বার আলু চাষ করে ৯০ বা কৃষক তার পুঁজি হারিয়ে ফেলেছে। অনেক কৃষক বলেছেন যে আর আলু চাষ করা যাবে না কারণ, আলু খাওয়ার লোক নেই। যেহেতু আলু রপ্তানি হয় না সেহেতু এই ফসল সাবধানে হিসাব নিকাশ করে চাষ করতে হবে করতে হবে সংকটের কারণে।