আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নাহার শাহাজাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বলেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল প্রমুখ।