শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নীলফামারীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

“নতুন বাংলাদেশ: চাই নারীর সমঅধিকার ও মর্যাদা” এই শ্লোগানে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী-পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানবতা সৃষ্টিতে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আহবান জানানো হয়।

পরে, দিবসটি উপলক্ষ্যে সনাক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মো. আকতারুল আলম। নারী-পুরুষের সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে সভায় আলোচনা করেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, জাহানারা রহমান ডেইজি, ফওজিয়া ইয়াসমিন জলি, ইতা হাঁসদা, ইয়েস দলনেতা মো. আব্দুল কুদ্দুস, ইয়েস সহদলনেতা কুমারী বৃষ্টি রানী রায় সহ প্রমূখ।

সনাক সভাপতি মো. আকতারুল আলম বলেন, "নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া একটি জাতি কখনও প্রকৃত উন্নতি লাভ করতে পারে না। আমাদের লক্ষ্য হলো নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা, যাতে আগামী প্রজন্মের নারী ও পুরুষ একে অপরের সহায়ক হয়ে গড়ে উঠতে পারে।"

উল্লেখ্য, নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে অনুঘটক হিসেবে প্রতিবছর ৮ মার্চ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

সর্বশেষ - রংপুর বিভাগ