আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরের মানবিক কর্মসূচির আওতায় ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার স্বরূপ মানবিক সহায়তার (ভি জিএফ) চাল বিতরণ উদ্বোধন করা হয়।
২১ -২২ জুন সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে,নীলফামারী ডিমলা উপজেলা প্রশাসন সহায়তায় ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ আয়োজনে,৫০০৬ জন হত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্বপন রামকৃষ্ণ রায় ডিমলা ইউপি সচিব সুবাস চন্দ্র রায় সহ ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় চেয়ারম্যান একরামুল হক চৌধুরী উপকারভোগীদের উদ্দেশে বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারস্বরূপ যে চাল আপনাদের মাঝে প্রেরণ করেছেন। তার জন্য দোয়া করবেন এবং আগামী তার হাত শক্তি শালি করার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন।