নীলফামারীর জলঢাকা উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গোলমুন্ডা এলাকায় গ্রামীণ ব্যাংক চত্বরে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করে এই কর্মসুচির উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের নীলফামারী জোনের যোনাল ম্যানেজার শম্ভু চরন প্রমানিক। এসময় উপস্থিত ছিলেন যোনাল অডিট অফিসার নজমুল হক ও এরিয়া ম্যানেজার ইসমাঈল হোসেন প্রমুখ। এসময় গোলমুন্ডা শাখার ম্যানেজার আলিম উদ্দিন জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রামীণ ব্যাংক এবার সারাদেশে ২০ কোটি গাছের চারা রোপন করবে। এরই ধারাবাহিকতায় জলঢাকা এরিয়ায় ৬৬ হাজার ৯ শত ৫৮ জন সদস্যের মাঝে মোট ১২ লাখ চারা রোপনের জন্য বিতরণ করা হবে। এরমধ্যে ১ লাখ ১৬ হাজার বিতরণ করা হয়েছে। জলঢাকা গ্রামীণ ব্যাংক এরিয়া এই বৃক্ষরোপণ কর্মসুচির আয়োজন করে।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…