নীলফামারী সদরের সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সম্পর্কে কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে গুড নেইবার্স বাংলাদেশ ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরল আমীন শাহ্। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন, বারুনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরূ, গুড নেইবার্স শাখার ম্যানেজার বিভব দেওয়ান,আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। পরে অতিথিগণ বিকেলে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও বই তুলে দেন।