নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সাজু।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক এম এ মোমেন, রেজা মাহমুদ, আব্দুল কুদ্দুস প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ৭ ফেব্রুয়ারি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এছাড়াও মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।