বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আমের গাছে গাছে মুকুলের সমারোহ

প্রতিবেদক
চিরিরবন্দর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

বিভিন্ন আম বাগানে ও বাড়ির গাছে গাছে বিভিন্ন জাতের আমের মুকুলের মৌ মৌ গন্ধ। শেষ মাঘ মাসের শীতেই দিনাজপুরে আসতে শুরু করেছে আমের মুকুল। সবগাছে মুকুল এখনো না এলেও যে সকল গাছে মুকুল এসেছে ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চাষিদের আশা এবার আমের ফলন ভালো হবে। তবে নিয়ম মেনে শেষ মাঘ মাসে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে বলে কৃষি বিভাগ জানায়। 

এখন বাগানে পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবার কেউ কেউ উন্নত পদ্ধতিতে আম চাষ ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। যাতে আমের রঙ, ফলন ও দাম ভালো পাওয়া যায়। তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করলে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি সঠিকভাবে সংরক্ষণ ও পরিবহন, রপ্তানিসহ বাজারজাত করতে পারলে কৃষকেরা লাভবান হতে পারবেন বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। অপরদিকে, আম রপ্তানিতে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মাহমুদপুর ফল সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জিল্লুর রহমান। 

দিনাজপুরে হিমসাগর, গোপালভোগ, মিশরীভোগ, ল্যাংড়া, ফজলি, গৌরমতি, আম্রপালি, ব্যানানা, কার্টিমন, বারি-৪, নাগফজলি, হাড়িভাঙ্গা, রুপালীসহ বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে। 

রফিকুল হক, আফছার আলীসহ কয়েকজন আম চাষি জানান, মুকুল আসার আগে আম গাছের পরিচর্যা করতে হয়। নিয়মিত স্প্রে ও সেচ দেয়া শুরু হয়েছে। এবছর কিছুটা আগেই আমের গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। আম গাছে মুকুল আসতেই ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন এলাকার আম ব্যবসায়ীরা আসছেন এবং বাগানে বাগানে গিয়ে খবর নিচ্ছেন। আবার অনেকেই আগাম আম বাগান ক্রয় করছেন। 

চিরিরবন্দর উপজেলার হরনন্দপুর গ্রামের মো. আফছার আলী খান জানান, আমার আমগাছে এবার প্রচুর মুকুল এসেছে। গত দুই বছর ধরে গাছে আগাম মুকুল আসছে। এ মুকুল টিকে থাকলে এবার আমের বাম্পার ফলন পাওয়া যাবে।

এ ব্যাপারে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের আগে আবহাওয়াগত ও জাতের কারণে মূলত আমের মুকুল আসতে শুরু করেছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে আম চাষ হয়ে থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এখানকার আম সুস্বাদু হওয়ার কারণে বিদেশেও রপ্তানি হয়। তবে জেলায় এখনও এ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে বন্যায় ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা

নীলফামারীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

‘যুক্তরাষ্ট্রের এমন আচরণ গণমাধ্যমে ভীতির পরিবেশ তৈরি করবে’

‘যুক্তরাষ্ট্রের এমন আচরণ গণমাধ্যমে ভীতির পরিবেশ তৈরি করবে’

সৈয়দপুরে সতীর্থের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক কর্মশালা 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মেধা তালিকার ফলাফল প্রকাশ আজ

নীলফামারীতে ১৫দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

২৮ অক্টোবর ঢাকায় নৈরাজ্যের পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত

২৮ অক্টোবর ঢাকায় নৈরাজ্যের পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত

সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ করে মাদরাসার নামে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়