বলিউড ছেড়ে এখন হলিউডেই ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনয় নয়, গানের জগতেও খ্যাতি অর্জন করেছেন দেশি গার্ল। এবার হলিউড থেকে দেশে ফিরছেন তিনি। তবে গন্তব্য বলিউড নয়, তাকে দেখা যাবে দক্ষিণী সিনেমায়।
সেই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও হাঁকিয়েছেন অভিনেত্রী। এসএস রাজামৌলীর সিনেমা দিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা। ছবির নাম আপাতত ‘এসএসএমবি২৯’ রাখা হয়েছে। বিগ বাজেটে নির্মিত হবে ছবিটি।
তাই ছবিটির জন্য নিজের পারিশ্রমিকও তেমনই দাবি করেছেন অভিনেত্রী। এটা নিয়ে নাকি ছবির নির্মাতার সঙ্গে দীর্ঘ আলোচনাও হয়েছে।

শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রিয়াঙ্কা ৩০ কোটি রুপি পারিশ্রমিক পাবেন। তবে অভিনেত্রী নাকি এর থেকেও বেশি পারিশ্রমিক চেয়েছিলেন। প্রথমে পারিশ্রমিক কমাতে রাজি না হলেও পরে নির্মাতারা অভিনেত্রীর সঙ্গে আলোচনা করে ৩০ কোটিতে রাজি করিয়েছেন।
এই পারিশ্রমিকের জন্য ভারতের ‘হায়েস্ট পেইড’ অভিনেত্রী হতে চলেছেন প্রিয়াঙ্কা। পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছিল বলেই ছবির ঘোষণার ব্যাপারে নির্মাতা সময় নিয়েছেন বলে জানা গেছে। খুব শিগগিরই শুরু হবে ছবির কাজ।
প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ। এর আগে তার শেষ হলিউডের ছবি ছিল ‘লাভ এগেইন’। তারও আগে ‘হোয়াইট টাইগার’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।