নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে “অ্যাড্রেসিং আউটকাম বেসড কারিকুলাম, টিচিং লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট টুয়ার্ডস অ্যাক্রিডিটেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাদান পদ্ধতি বাস্তবায়ন উদ্যোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওই দিন্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর (আইইউবি) ইইই বিভাগের শিক্ষক ও আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিএইউএসটি এর ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. রুবিনা আক্তার।
কর্মশালায় আউটকাম বেসড এডুকেশন (ওবিই)-এর গুরুত্ব, মূল্যায়ন পদ্ধতি এবং অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ আউটকাম বেসড শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন কৌশল এবং অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া বিষয়ে সম্যক ধারণা লাভ করেন, যা তাদের পাঠদানের গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণটির শেষে প্রফেসর ড. আব্দুর রাজ্জাকের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়েছে। ওই শুভেচ্ছা স্মারকটি তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই।