নীলফামারীতে তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর্তমান, সাবেক শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের
পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বিভিন্ন অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

উক্ত অনুষ্ঠানে তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায় উদাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো.জামিয়ার রহমান শাহ্ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি সৈয়দ ওয়ালি-উল ইসলাম সহ সকল শিক্ষক কর্মচারী। এতে সঞ্চলনা করেন,সহকারী শিক্ষক ফরিদ ভূইয়া।