মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটির (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন ‘আগামীতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে চাকুরি পাবার ক্ষেত্রে ক্ষুদ্রঋণের গ্রাহকের সন্তানদেরকে অগ্রাধিকার দেয়া হবে’।
আজ বৃহস্পতিবার এমআর এর উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে ‘ক্ষুদ্রঋণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময়’ ও কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জে অনুষ্ঠিত ‘গণশুনানি’ ও ‘তথ্য অধিকার বিষয়ে জনঅবহিতকরণ সভা’য় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি ‘গণশুনানি’ অনুষ্ঠানে উপস্থিত আরডিআরএস-এর ক্ষুদ্রঋণ সদস্যদের সাথে সরাসরি কথা বলে ক্ষুদ্রঋণ কার্যক্রম তাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, সে সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত সদস্যরা, ক্ষুদ্রঋণ কার্যক্রম থেকে তারা কিভাবে উপকৃত হচ্ছেন এবং কী কী উদ্যোগ গ্রহণ করলে তারা আরো বেশি উপকৃত হবেন সেসব বিষয় খোলামেলাভাবে তুলে ধরেন। ক্ষুদ্রঋণের গ্রাহকেরা ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের সময় বৃদ্ধির আবেদন করেন। এমমআর এর পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমরা চাই ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটুক।”
আরডিআরএস-এর নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার এমআরএ’র কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন- সদস্যদের জন্য প্রচলিত শিক্ষাবৃত্তির পাশাপাশি আরো কিছু বিকল্প সেবা চালু করা হলে ভালো হবে। সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অস্তিত্ব উপরই নির্ভর করে আমাদের অস্তিত্ব; তাই আপনাদের কল্যাণই আমাদের কাম্য।”
এমআরএ’র উদ্যোগে উত্তরাঞ্চলের খ্যাতিমান বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি আজ কিশোরগঞ্জে আরডিআরএস-এর কার্যালয়ে সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
‘জনঅবহিতকরণ সভা’য় অংশ নিয়ে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ সম্পর্কে উপস্থিত ৫০জন নারীসদস্য ও ৪জন পুরুষ সদস্যের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমমআরএ’র পরিচালক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম পরিচালক রনজিত কুমার সরকার ও মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ উজ্জ্বল আলী ও রবিউল ইসলাম। আরডিআরএস-এর পরিচালক (ক্ষুদ্রঋণ) তারিক সাইদ হারুন, প্রধান (ক্ষুদ্রঋণ) রবিন চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।