নীলফামারীতে বার বার আপন চাচার কাছে প্রতরনার শিকার ভাতিজা

জমি-জমা সংক্রান্ত বিষয়ে আপন চাচার কাছে বার বার প্রতারনার শিকার হয়েছে ভাতিজা। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার হাজি মহসিন সড়ক এলাকার বাসিন্দা চাচা এ.কে.এম আমিনুল হক পাটাশের কাছে বার বার প্রতরনার শিকার হয়ে যাচ্ছেন ভাতিজা ফরহাদ নওরোজ নাহিন। প্রতারনার শিকার ভাতিজা নাহিন ন্যায় বিচারের দাবিতে চাচা আমিনুল হক, দলিল লেখক আব্দুল্লাহ ও তাদের সহযোগী শামিম হোসেনের নামে আদালতে মামলাও দায়ের করে। মামলা দায়েরের পর চাচা জমি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান করে নিবে মর্মে আদালতে বললেও এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয় নি।

জানা যায়, “গত ২০২১ সালের ২৭মে নীলফামারী বিজ্ঞ চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে প্রতারনার শিকার ফরহাদ নওরোজ নাহিন কর্তৃক দায়েরকৃত সিআর ২৩১ নং ফৌজদারী মামলা যার বাংলাদেশ পেনাল কোড দন্ডবিধি ৪০৬ ও ৪২০ নং ধারা এবং সিআর ১৮৯ মোকদ্দমা যাহার ধারা ৪০৬, ৪২০,৩৪,১১৪ বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা বিজ্ঞ আদালত কর্তৃক আমলে নিয়ে চাচা আমিনুল হক পাটাশ ও তার পরিবারের একজন, দলিল লেখক ও তাদের সহযোগী মোঃ শামিম হোসেনকে গত ৮/৭/২০২১ ইং আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়া সমন জারি করা হয়েছিল। এর আগে সি আর ৪৪৭/২০ নং ফৌজদারী মোকদ্দমায় আমিনুল হক পাটাশের বিরুদ্ধে অনায়নকৃত অভিযোগ মাননীয় বিজ্ঞ আদালত ততকালীন এসি ল্যান্ড নীলফামারী সদর উপজেলা মোঃ বেলায়েত হোসেন মহোদয় কে দায়িত্ব প্রদান করলে বাদী বিবাদী ও সাক্ষী গনের উপস্থিতিতে ডকুমেন্টারি কাগজ পত্র দেখে সাক্ষী পর্যালোচনা কওে চাচা আমিনুল হক পাটাশের বিশ্বাসভঙ্গ জনক অপরাধের সত্যতা পাওয়া যায় মর্মে বিজ্ঞ আদালতে সুনির্দিষ্ট অভিযোগ নথি সংযুক্ত সাক্ষীগনের লিখিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আমিনুল হক পাটাশের বিরুদ্ধে আনিতো অভিযোগ নিরঙ্কুশরুপে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আমলি আদালত ১ নীলফামারী সদর আসামী আমিনুল হক পাটাশকে স্বশরিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়া সমন জারি করে। ধার্য তারিখে আদালতে স্বশরিরে উপস্থিত হয়ে আমিনুল হক তার আইনজীবীর মাধ্যমে আপোষের শর্তে জামিন পান।  সিআর ৪৪৭/২০ নং মামলার বাদী ফরহাদ নওরোজ নাহিনকে খতিপুরন বাবদ কিছু জমি বিনিময় ও কিছু জমি সাফ-কবলায় বিধি মোতাবেক হস্তান্তর এবং গত ২/৩/২১ ইং তারিখের সম্পাদিত ১৮৭১ নং বিভাগ বন্টন দলিলটি ত্রুটিপূর্ণ যা তিনি ৪৪৭/২০ মামলার জবাবে আদালতে নিজেই উলে¬খ করিয়াছিলেন তা নতুন করে ভুল ত্রæটি সঠিক করে সম্পাদন পূর্বক রেজিষ্ট্রি করে দেওয়ার শর্তেই সিআর ওই মামলাটি নিষ্পত্তি হয়। কিন্তু তারপরও তিনি সেই ভুল ত্রæটি সঠিক করে সম্পাদন করে দেন নি। পূনরায় চাচা আমিনুল হক ভাতিজা ফরহাদ নওরোজ নাহিন উদ্দেশ্য প্রণোদিত বিশ্বাসভঙ্গজনক প্রতারণাপূর্ণ কর্মকান্ডে সিআর ফৌজদারি ৪৪৭/২০ নং ফৌজদারী মোকদ্দমাটি আপষের শর্ত অনুযায়ী খতিপূরন বাবদ বিনিময় দলিল নং ২৬৪৮ এবং সাফ কবলা ২৬৪৯ নং দলিল দুটিই ত্রুটিপূর্ণ এবং সূচতুর বিবাদী আমিনুল হক তাহার সহযোগীদের সহায়তায় প্রতারনা ও বিশ্বাসভঙ্গের মামলায় দোষী সাব্যস্ত হইয়া আপষ করিতে গিয়া নতুন করিয়া পূনরায় আবার বিশ্বাসভঙ্গ করেন যার ফলে বাদী ফরহাদ নওরোজ নাহিন পূনরায় আর্থিক ও পাড়িবারিক ভাবে চরম ক্ষতির সম্মুখিন হন।”

বাদী ফরহাদ নওরোজ নাহিন বলেন, ‘নিজেদের অসম্মান অস্তিত্ব রক্ষার্থে ন্যায্য হক আদায়ে আইনবহির্ভূত অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমিনুল হক পাটাশ ও তার অবৈধ কর্মকান্ডের সহায়তাকারী ও সহযোগীদের কে আাসামী করে আমি নীলফামারী এসি ল্যান্ড কোর্ট, এডিসি রেভিনিউ কোর্ট, এডিএম কোর্ট এবং নীলফামারী জেলা বিজ্ঞ জজ আদালতে আরো অনেক মোকদ্দমা করেন। যার মধ্যে কিছু নিষ্পত্তি হয়েছে ও কিছু চলমান রয়েছে। সিভিল জাল দলিলের মামলা ৪৪/১৭ দায়ের করা হয়েছিলো যাহাতে আসামীদের বিরূদ্ধে ফরহাদ নওরোজ নাহিন সহকারী জেলা জজ আদালত হতে ডিক্রি পান। মামলা গুলো হলো এনজিআর মামলা ১৫২/১৯, জিআর মামলা ৩৮০/১৯ , সিআর মামলা ৬২৯/১৯, ঝ/প মামলা ৬৪৬/২০, স্পেশাল কেস নং ৭১৪/২০, ল্যান্ড সার্ভে মামলা ৪৬৯/২০, ল্যান্ড সার্ভে মামলা ৭১/১৮, ল্যান্ড সার্ভে মামলা ৩২৮/২০, ল্যান্ড সার্ভে মামলা ৪৭০/২০।

তিনি আরও বলেন, ‘ বর্তমানে সর্বশেষ সি আর মামলা ২৩১/২১ ধারা ৪২০, ৪০৬, যেখানেও আপোষের শর্ত ছিলো বিবাদী আমিনুল হক পাটাশ ১৮৭১ নং বিভাগ বন্টন দলিলের পক্ষ ঠিক ও ভুল ত্রুটি গুলো ছয় মাসের মধ্যে সংশোধন করে দিবেন এবং সুনির্দিষ্ট শর্তসাপেক্ষে সিআর ২৩১/২১ মোকদ্দমাটি নিষ্পত্তি হয়েছিলো কিন্তু আপষের শর্ত চরমভাবে ভঙ্গ ও লঙ্ঘন করায় যথাযথ সামাজিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন পূর্বক এ কে এম আমিনুল হক পাটাশের বিরুদ্ধে পূনরায় সিআর ৫১৮ নং মোকদ্দমা,ধারা ৪২০, ৪০৬ চলমান রহিয়াছে, যাহাতে তিনি আপোষের সর্তে জামিনে আছেন এবং বিজ্ঞ মাননীয় আদালত কতৃক তাহাকে সর্বশেষবারের মতো সময় দিয়ে পরবর্তী ধার্য্য তারিখ ৩/০৭/২৩ ইং নির্ধারিত করা হইয়াছে।’

  • Related Posts

    ঈশান আর্ক এশিয়া স্পোটর্স খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে

    স্থপতি নটরডেমিয়ান ও বিকেএসপির প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার মো: শাহরীন আলম শাহ্ ঈশান আর্ক এশিয়া স্পোটর্স শ্রীলঙ্কা-২০২৫ (ভারত,পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কা) খেলতে আগামী ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার যাচ্ছে। ইনষ্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) ক্রিকেট স্কোয়াডে…

    Continue reading
    শিক্ষক কর্মচারী ঐক্যজোট নীলফামারী সদর উপজেলা শাখার পরিচিতি সভা

    বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট (স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের নব গঠিত নীলফামারী সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) সদর উপজেলা শাখা কমিটির…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি